দীপিকার উপদেষ্টা হতে চান বাবা রামদেব

0
397

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের উপদেষ্টা হিসেবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন যোগগুরু রামদেব।

দেশটিকে চলমান নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন এ অভিনেত্রী।

তার এই পদক্ষেপকে অনেকে সাধুবাদ জানালেও একে নিছক পাবলিসিটি স্টান্ট ছাড়া অন্য কিছু বলতে নারাজ হিন্দুত্ববাদীরা।

এই বিষয়ে প্রশ্ন করা হলে সোমবার রামদেব বলেন, ‘দীপিকা অত্যন্ত ভালো অভিনেত্রী। কিন্তু তার দেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে আরও একটু পড়াশোনা করা দরকার। তারপরেই তিনি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারবেন।

রামদেব আরও বলেন, ‘আমার মনে হয় স্বামী রামদেবের মতো তার কোনো পরামর্শদাতার প্রয়োজন আছে।’

এ সময় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিও সমর্থন জানিয়েছেন তিনি।

রামদেব বলেন, ‘যারা সিএএ-র পুরো নামটাই বলতে পারবে না, তারাও এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেন যে এই আইনে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। তারপরেও অনেকে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here