মৌলভীবাজারে সীমান্ত এলাকায় মিলল ‘প্রতিবন্ধী’ যুবকের লাশ

93

উপজেলার ত্রিপুরা সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের নওয়াগাঁও এলাকার পাহাড়ি ছড়া থেকে সোমবার বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ জানান।

মৃত নুরুল ইসলাম (২২) নওয়াগাঁও গ্রামের জোয়াদ আলীর ছেলে।

নুরুলের ভাই সিরাজুল বলেন, তার ভাই মানসিক প্রতিবন্ধী ছিল। গত ২৪ ডিসেম্বর বিকাল ৪টা থেকে নুরুল নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

“রোববার বিকালে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের তৈলং বাড়ি এলাকার গভীর বনে নো-ম্যান্স ল্যান্ডের ভারতীয় সীমান্ত সংলগ্ন একটি পাহাড়ি ছড়ায় তার লাশ পড়ে থাকতে দেখে বিএসএফ কুরমা বিজিবি ক্যাম্পের সদস্যরা বিজিবিকে খবর দেয়।”

পরে বিজিবির মাধ্যমে তারা ভাইয়ের মৃত্যুর খবর পান এবং ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন বলে জানান সিরাজুল।

পরিদর্শক সুধীন বলেন, বিজিবির মাধ্যমে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন। পরে তা ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts