চট্টগ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলি, নিহত ১

1201

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ও একই দলের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল কাদেরের সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় আজগর আলী বাবুল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে তিনি কার সমর্থক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ  বলেন, ‘এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে আজগর আলী বাবুল নামে একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাবুল কোন পক্ষের হয়ে সংঘর্ষে জড়িয়েছেন এ বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts