নিহত সুমন গোয়ালা (৩২) কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পরায় চা বাগানের শ্রমিক সাধু গোয়ালার ছেলে।
কমলগঞ্জ থানার পরিদর্শক সুহেল রানা বলেন, সোমবার সুমন গোয়ালার সঙ্গে গাছ থেকে আম পাড়া নিয়ে তার চাচা ও চাচাত ভাইদের কথাকাটাকাটি হয়। এ ঘটনায় সুমন মঙ্গলবার চা বাগান অফিসে গিয়ে বিচার চান। এতে ক্ষিপ্ত হয়ে তার চাচা মনোহর গোয়ালা ও তার দুই ছেলে বিশ্বজিৎ ও সঞ্জিত তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন করেন বলে অভিযোগ।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
চাচা ও চাচাত ভাইদের সঙ্গে সুমনের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে বলে ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান জানিয়েছেন।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে হবিগঞ্জের মাধবপুর নোয়াপাড়া চা বাগান থেকে বিশ্বজিৎ ও সঞ্জিতকে আটক করেছে।